ইউরোপীয় দেশের উচিত একচীন নীতি মেনে চলা
নভেম্বর ২০: ইউরোপীয় দেশের উচিত একচীন নীতি দৃঢ়ভাবে মেনে চলা। আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান একথা বলেছেন।
তাইওয়ান কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ব্যক্তির ইউরোপে যাওয়ার বিষয়ে তিনি বলেন, তাইওয়ান একটি প্রদেশ, তার কোনো ‘পররাষ্ট্রমন্ত্রী’ নেই। তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থের কেন্দ্রীয় বিষয়। একচীন নীতি হল আন্তর্জাতিক সমাজের অভিন্ন চেতনা এবং চীন-ইউরোপ সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। যেসব দেশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তাইওয়ান অঞ্চলের সঙ্গে সেসব দেশের সরকারি বিনিময়ের বিরোধিতা করে চীন। ইউরোপের উচিত তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সরকারি বিনিময় বন্ধ করা এবং ‘স্বাধীন তাইওয়ানকে’ ভুল ইঙ্গিত না দেওয়া।