বিভিন্ন দেশের সঙ্গে ইন্টারনেটের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে চায় চীন: সি চিন পিং
নভেম্বর ২০: আজ (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৪ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলনের উচেন শীর্ষসম্মেলনে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
সি চিন পিং বলেন, বর্তমানে নতুন দফা বৈজ্ঞানিক বিপ্লব ও শিল্প সংস্কার দ্রুত উন্নত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন নতুন প্রযুক্তি দেখা যাচ্ছে, যা ব্যাপকভাবে মানবজাতির বিশ্বকে জানা এবং সংস্কার করার সামর্থ্য বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জও সামনে এনেছে। আমাদের উচিত ডিজিটালকরণ, ইন্টারনেটকরণ এবং বুদ্ধিমত্তাকরণের প্রবণতা কাজে লাগানো, উদ্ভাবনকে প্রথম শক্তি এবং নিরাপত্তাকে মৌলিক নিয়ম হিসেবে মেনে চলা, ইন্টারনেট স্পেসের উদ্ভাবনী উন্নয়ন, নিরাপত্তা খাতের উন্নয়ন দ্রুততর করা, হাতে হাত রেখে আরো সুন্দর ‘ডিজিটাল ভবিষ্যতে’ প্রবেশ করা। চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিপ্লবের উন্নয়নের সুযোগে, যৌথভাবে ইন্টারনেট খাতের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা, বিশ্বের জনগণের জন্য আরো কল্যাণ সৃষ্টি করতে চায়।
২০২৪ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলনের উচেন শীর্ষসম্মেলন এদিন চ্যচিয়াং প্রদেশের থুংসিয়াং শহরের উচেনে উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য হলো, ‘মানবকেন্দ্রিক এবং বুদ্ধিমত্তা-সম্পন্ন ডিজিটাল ভবিষ্যতকে আলিঙ্গন করা—যৌথভাবে ইন্টারনেট স্পেসের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা।’ বিশ্ব ইন্টারনেট সম্মেলনের উদ্যোগে এবং চ্যচিয়াং প্রাদেশিক সরকারের সহযোগিতায় এবারের শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।