বাংলা

বলিভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

CMGPublished: 2024-11-20 15:05:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গতকাল (মঙ্গলবার) সকালে রিওডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো আর্সে কাতাকোরার সাথে এক বৈঠকে মিলিত হন।

সি চিনপিং বলেন, চীন ও বলিভিয়া ভালো বন্ধু ও ভালো ভাই। চীন দেশটির স্বাধীনভাবে নিজের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়ন পথ অন্বেষণ করতে সমর্থন দেয়।

তিনি জোর দিয়ে বলেন, দু’পক্ষকে সরকার, আইন প্রণয়ন সংস্থা, রাজনৈতিক দল ও স্থানীয় যোগাযোগ জোরদার করে, গভীরভাবে দেশ প্রশাসনে রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় করতে, অবকাঠামো নির্মাণ, পার্বত্য কৃষি, সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে, জাতিসংঘ ও ব্রিকসের মতো বহুপাক্ষিক ব্যবস্থায় সমন্বয় গভীরতর করতে, গ্লোবাল সাউথের ঐক্য ও অভিন্ন উন্নয়ন বেগবান করতে হবে।

আর্সে বলেন, প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নে বিরাট সাফল্য অর্জিত হয়েছে এবং বলিভিয়ার মতো দেশগুলোর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও নির্দেশনা দেয়। দেশটি চীনের সঙ্গে অধিকতরভাবে কৌশলগত অংশীদার সম্পর্ক গভীরতর করতে, অবকাঠামোর আন্তঃযোগাযোগ জোরদার করে, বলিভিয়ার উন্নয়নে সহায়তা দিতে এবং জনগণের কল্যাণ বাড়াতে ইচ্ছুক।

Share this story on

Messenger Pinterest LinkedIn