জার্মান চ্যান্সেলরের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
নভেম্বর ২০: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গতকাল (মঙ্গলবার) সকালে রিওডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি চিন পিং বলেন, দীর্ঘস্থায়ী ও কৌশলগত দিক থেকে চীন-জার্মানি সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ককে খতিয়ে দেখে, পারস্পরিক অর্জনের গল্প লিখতে থাকবে। তিনি বলেন, গত অর্ধ-বছরের বেশি সময় ধরে, সবুজ উন্নয়ন, টেকসই পরিবহন এবং আফ্রিকায় কৃষি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে। চীন-জার্মান সম্পর্ক ধারাবাহিকভাবে নতুন দিগন্ত ও প্রাণশক্তিতে পুনরুজ্জীবিত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, চীন-জার্মান অর্থনৈতিক স্বার্থ উচ্চমানে অত্যন্ত সংহত হয়েছে, দু’দেশের সহযোগিতা হলো উন্নয়ন বেগবান করা এবং ভবিষ্যত্ সৃষ্টি করার সুযোগ। চীন অব্যাহতভাবে জার্মান প্রতিষ্ঠানের জন্য বিশাল বাজার সুযোগ সরবরাহ করতে থাকবে। দু’পক্ষকে ডিজিটালাইজেশন, বুদ্ধিমত্তা এবং কম-কার্বন নির্গমন ঘিরে সহযোগিতার মান উন্নীত ও আপগ্রেডিং বেগবান করতে, হাতে হাত রেখে তৃতীয় পক্ষীয় বাজার সম্প্রসারণ করতে এবং জয়-জয় সহযোগিতা বাস্তবায়িত করতে হবে।
শোলজ বলেন, বর্তমানের জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে, দু’দেশের যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ। দেশটি, চীনের সঙ্গে অধিকতরভাবে সমান, আন্তরিক ও পারস্পরিক সম্মানের চেতনায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সংলাপ ও সহযোগিতা জোরদার করতে, যথাসাধ্য মতভেদ দূর করতে, পারস্পরিক কল্যাণ ও জয়-জয় সহযোগিতা বাস্তবায়ন করতে, বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধার ও বৃদ্ধি এবং অভিন্ন সমৃদ্ধির জন্য অবদান রাখতে ইচ্ছুক।