বাংলা

ব্রাজিলে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাষ্ট্রীয় সফর শুরু

CMGPublished: 2024-11-20 11:10:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশেষ বিমানে করে স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বিকেলে ব্রাসিলিয়ায় পৌঁছে তাঁর ব্রাজিল সফর শুরু করেছেন।

ব্রাসিলিয়ায় বিমান বাহিনীর ঘাঁটিতে ব্রাজিলের প্রেসিডেন্ট অফিসের মুখ্যমন্ত্রী কস্তার, বিমান ঘাঁটির কমান্ডার মিগুয়েল প্রমুখ উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান।

গাড়িতে হোটেল যাওয়ার পথে স্থানীয় প্রবাসী চীনারা, চীনা কোম্পানির কর্মীরা এবং চীনা শিক্ষার্থীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট সিকে স্বাগত জানান। জি-২০ নেতাদের ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর রিও ডি জেনিরো থেকে ব্রাসিলিয়ায় যান তিনি।

ব্রাজিল সফরকালে দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন দু’নেতা।

চলতি বছর চীন ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক আস্থা বাড়ানো এবং বিভিন্ন খাতের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী দু’দেশ। চীনা প্রেসিডেন্ট সি’র ব্রাজিল সফর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন পৃষ্ঠা উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn