বাংলা

চীন ও আর্জেন্টিনার প্রেসিডেন্টদের বৈঠক

CMGPublished: 2024-11-20 11:36:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০: ব্রাজিলের রিও ডি জেনিরোতে স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) সকালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার জেরার্ডো মিলেই এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠক করেছেন। জি-২০ নেতাদের ১৯তম শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এ বৈঠক করেন।

বৈঠককালে প্রেসিডেন্ট সি বলেন, চীন আর্জিন্টিনার সাথে দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়নে চেষ্টা করবে। আর্জেন্টিনার স্বদেশের অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ উন্নয়ন পথের অনুসন্ধানে সমর্থন দেয় বেইজিং এবং চীন ও আর্জেন্টিনার সহযোগিতা দু’দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি আরো বলেন, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এ পর্যন্ত দু’দেশ পারস্পরকে সম্মান ও মর্যাদা দিয়েছে এবং পারস্পরিক উপকারিতায় অভিন্ন স্বার্থ অর্জন করেছে। চলতি বছর চীন ও আর্জেন্টিনার সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক স্থাপনের দশম বার্ষিকী উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, আর্জেন্টিনার সাথে ঐতিহ্যিক মৈত্রীর ওপর গুরুত্ব দেয় চীন। দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘকালীন ও স্থিতিশীল উন্নয়নে নিজ নিজ দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।

প্রেসিডেন্ট সি বলেন, চলমান বিশ্বের পরিস্থিতি গভীর পরিবর্তন হচ্ছে, তাই দু’দেশের উচিত বিভিন্ন পর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠতর করা, বিভি্ন খাতের সহযোগিতা জোরদার করা। চীন ও আর্জেন্টিনার আর্থ-বাণিজ্য কাঠামো পরস্পরের জন্য পরিপূরক, সহযোগিতার ভবিষ্যত সুউজ্জ্বল। চীন, আর্জেন্টিনার সাথে গুণগতমান ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগে যৌথ নির্মাণ করবে, জ্বালানি সম্পদ, অবকাঠামো ব্যবস্থাপনা, কৃষি, বিজ্ঞান-প্রযুক্তির উদ্ভাবন ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করবে।

মিলেই বলেছেন, চীনা প্রেসিডেন্ট সি’র সাথে দেখা করা বেশ আনন্দের ব্যাপার। আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতায় চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আর্জেন্টিনা চীনের আস্থাবান ও স্থিতিশীল অংশীদার হতে চায়। তাইওয়ান ইস্যুতে তাঁর দেশ চীনকে দৃঢ়ভাবে সমর্থন দেবে এবং একচীন নীতি অনুসরণ করবে। চীনের সাথে আর্থ-বাণিজ্য, খনিজ সম্পদ, অর্থসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করবে এবং আরো বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগে স্বাগত জানায় তাঁর দেশ। জি-২০ নেতাদের ১৯তম শীর্ষ সম্মেলনে সি’র বৈশ্বিক প্রশাসনের প্রস্তাবের প্রশংসা করেছেন তিনি। চীন ও লাতিন আমেরিকা ফোরামের আয়োজনে আর্জেন্টিনা, বেইজিংকে সমর্থন দেবে বলও জানান দেশটির প্রেসিডেন্ট।

Share this story on

Messenger Pinterest LinkedIn