চীন ও আর্জেন্টিনার প্রেসিডেন্টদের বৈঠক
মিলেই বলেছেন, চীনা প্রেসিডেন্ট সি’র সাথে দেখা করা বেশ আনন্দের ব্যাপার। আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতায় চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আর্জেন্টিনা চীনের আস্থাবান ও স্থিতিশীল অংশীদার হতে চায়। তাইওয়ান ইস্যুতে তাঁর দেশ চীনকে দৃঢ়ভাবে সমর্থন দেবে এবং একচীন নীতি অনুসরণ করবে। চীনের সাথে আর্থ-বাণিজ্য, খনিজ সম্পদ, অর্থসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করবে এবং আরো বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগে স্বাগত জানায় তাঁর দেশ। জি-২০ নেতাদের ১৯তম শীর্ষ সম্মেলনে সি’র বৈশ্বিক প্রশাসনের প্রস্তাবের প্রশংসা করেছেন তিনি। চীন ও লাতিন আমেরিকা ফোরামের আয়োজনে আর্জেন্টিনা, বেইজিংকে সমর্থন দেবে বলও জানান দেশটির প্রেসিডেন্ট।