বাংলা

ইউক্রেন সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানায় চীন

CMGPublished: 2024-11-19 19:09:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৯: ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন সংঘাত শুরু হয়। ইতোমধ্যে ১০০০ দিন পার হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজন করেছে। এতে চীনা প্রতিনিধি জোর দিয়ে বলেন, সামরিক পদ্ধতি স্থায়ী শান্তি আনতে পারবে না। তিনি ফের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সমাজের উচিত তা বাস্তবায়নে সমর্থন দেওয়া ও শর্ত সৃষ্টি করা।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং সুয়াং জানান, ইতিহাস প্রমাণ করেছে যে, সামরিক পদ্ধতি স্থায়ী শান্তি আনতে পারে না। যে কোনো সংঘাত অবশেষে আলোচনার টেবিলে ফিরে আসে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত আলোচনা পুনরুদ্ধারের আহ্বান জানায় চীন। পাশাপাশি, আন্তর্জাতিক সমাজের উচিত তা বাস্তবায়নে সমর্থন দেয়া ও শর্ত তৈরি করা এবং একযোগে শান্তি বাস্তবায়ন করা।

চীনা প্রতিনিধি জোর দিয়ে বলেন, ইউক্রেন সমস্যায় চীনের অবস্থান সুস্পষ্ট এবং সবসময় এক। চীন সবসময় শান্তি ও সংলাপের পক্ষে রয়েছে। পাশাপাশি, চীনের বিরুদ্ধে মার্কিন প্রতিনিধির অপবাদেরও প্রতিবাদ জানান জনাব কেং।

দ্রুত সংঘাত শেষ করা এবং শান্তি বাস্তবায়ন করার আহ্বান জানান সভার একাধিক দেশের প্রতিনিধি।

Share this story on

Messenger Pinterest LinkedIn