লাওসান পার্কে ২০২৪ 'বেল্ট এন্ড রোড' কূটনীতিক সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
নভেম্বর ১৯: বেইজিংয়ের লাওসান পার্কে ২০২৪ 'বেল্ট এন্ড রোড' কূটনীতিক সাইক্লিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
এবারের প্রতিযোগিতায় নারী, পুরুষ, কিশোর, দূতাবাস ও আন্তর্জাতিক শিক্ষার্থী মিলিয়ে মোট চারটি গ্রুপ অংশগ্রহণ করেছে। 'বেল্ট এন্ড রোড' সহযোগিতা বিষয়ক সংশ্লিষ্ট দেশগুলোর প্রায় চারশত খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
এ ছাড়া, শিশুদের জন্য ব্যালেন্স বাইক প্রতিযোগিতা-সহ আরও বেশ কিছু আয়োজন করা হয়। সবাই সাইক্লিংয়ের আনন্দ উপভোগ করেছেন।
এবারের প্রতিযোগিতার আয়োজনস্থল লাওসান পার্কের সুন্দর দৃশ্য এবং উন্নত প্রতিযোগিতার সুবিধার প্রশংসা করেছেন খেলোয়াড়গণ।
২০২৪ 'বেল্ট এন্ড রোড' কূটনীতিক সাইক্লিং প্রতিযোগিতা ইতোমধ্যে চীনের বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয়েছে। ভবিষ্যতে এটি আরও বেশি শহরে আয়োজন করা হবে।