বাংলা

চীন ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের সদিচ্ছা

CMGPublished: 2024-11-19 18:15:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৯: গতকাল (সোমবার) রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত এক সভায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। দু’পক্ষই সম্পর্ক উন্নয়নে সদিচ্ছা প্রকাশ করেছে।

চীনের প্রেসিডেন্ট শি চিন পিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার কাজানে সাম্প্রতিক সাক্ষাতের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও ভারতের মধ্যে সম্পর্ক আবারও উন্নতির পথে। দুই দেশের উচিত পারস্পরিক স্বার্থকে সম্মান করা, সংলাপের মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়ানো, সঠিকভাবে মতভেদ সমাধান করা, দ্বিপক্ষীয় সম্পর্ককে শিগগিরি সঠিক পথে ফিরিয়ে আনা, সহযোগিতা বৃদ্ধি করা, সরাসরি বিমান, পরস্পর দেশে সাংবাদিক বিনিময় এবং ভিসা সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জন করা। দু’দেশের উচিত রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা, আগামী বছর চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’দেশের উচিত এই উপলক্ষ্যে বিভিন্ন স্তরের বিনিময় ও সফরে উত্সাহ দেওয়া, পারস্পরিক উপলব্ধি ও আস্থা জোরদার করা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারত চীনের সঙ্গে সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে চায়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন স্তরে বিনিময় এবং সফরের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। আগামী বছর চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn