বাংলা

হংকংয়ে বিষয়ে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছে চীন

CMGPublished: 2024-11-19 18:13:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, হংকং আইনের শাসনে নিয়ন্ত্রিত একটি সমাজ। এখানে আইনের অনুসরণ করা আবশ্যক এবং আইন লঙ্ঘনের তদন্ত করা আবশ্যক। গণতন্ত্রের নামে কেউ অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবে না এবং আইনি নিষেধাজ্ঞা এড়াতে পারবে না।

মুখপাত্র বলেন, কিছু পশ্চিমা দেশ নিজেদের দেশে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের বিষয়ে হংকং আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে। এটি আইনের শাসনের মূলনীতির স্পষ্ট লঙ্ঘন।

চীন পশ্চিমা দেশগুলোর এই আচরণের তীব্র নিন্দা করেছে। তাদের চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং হংকংয়ের আইনশৃঙ্খলাকে ক্ষুণ্ন করার চেষ্টা প্রতিরোধ করবে বলে জানিয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn