বাংলা

বৈশ্বিক উন্নয়নে সহায়তায় চীনের আটটি পদক্ষেপের ঘোষণা সি চিন পিংয়ের

CMGPublished: 2024-11-19 15:48:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) জি-২০ নেতাদের ১৯তম শীর্ষ সম্মেলনে বৈশ্বিক উন্নয়নের সমর্থনে চীনের আটটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

প্রথমত: ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় উচ্চমানের নির্মাণের জন্য একসঙ্গে কাজ করা হবে। আরও একটি ত্রিমাত্রিক আন্তঃসংযোগ নেটওয়ার্ক তৈরি এবং গ্রিন সিল্ক রোডের নেতৃত্বে, ডিজিটাল সিল্ক রোডকে শক্তিশালী করা।

দ্বিতীয়ত: বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা এবং একটি ‘গ্লোবাল সাউথ’ গবেষণা কেন্দ্র তৈরি করা হবে, যাতে উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন অব্যাহত রাখা এবং দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে বাস্তব সহযোগিতাকে আরও গভীর করা যায়।

তৃতীয়ত: আফ্রিকার উন্নয়নকে সমর্থন করা। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন আগামী তিন বছরে চীন ও আফ্রিকার জন্য আধুনিকীকরণের প্রচারে হাত মিলানোর জন্য দশটি বড় অংশীদারিত্বমূলক পদক্ষেপের ঘোষণা করেছে এবং এর জন্য আর্থিক সহায়তা প্রদান করবে।

চতুর্থত: দারিদ্র্য বিমোচন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে সমর্থন করা। চীন ‘ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার জন্য গ্লোবাল অ্যালায়েন্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে।

পঞ্চমত: চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে ‘ওপেন সায়েন্স ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইনিশিয়েটিভ’ চালু করেছে, যাতে ‘গ্লোবাল সাউথ’-এর অধিক লাভবান হওয়ার জন্য বৈশ্বিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ফলাফল প্রচার করা হয়।

ষষ্ঠত: ‘গ্লোবাল সাউথ’কে উপকৃত করে এমন বাস্তব সহযোগিতা চালানোর জন্য জি-টুয়েন্টিকে সমর্থন করা হবে এবং বেইজিংয়ে জি-২০ উদ্যোক্তা গবেষণা কেন্দ্রের কাজকে সমর্থন করা হবে।

সপ্তমত: জি-২০ ‘দুর্নীতি বিরোধী কর্মপরিকল্পনা’ বাস্তবায়ন করা হবে।

অষ্টমত: চীন উচ্চ-স্তরের উন্মুক্তকরণের ব্যবস্থা এবং প্রক্রিয়াগুলোকে উন্নত করবে এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য একতরফা উন্মুক্তকরণের ব্যবস্থা গ্রহণ করবে। চীনের সাথে কূটনৈতিক সম্পর্কযুক্ত সমস্ত স্বল্পোন্নত দেশকে শতভাগ শূন্য-শুল্ক সুবিধা প্রদানের ঘোষণা করেছে চীন।

Share this story on

Messenger Pinterest LinkedIn