বাংলা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

CMGPublished: 2024-11-19 11:19:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গতকাল (সোমবার) সকালে রিওডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক করেন। সি চিন পিং জোর দিয়ে বলেন, দু’পক্ষের উচিৎ কৌশলগত অংশীদারের অবস্থান পোষণ করে, যৌথভাবে চীন-ব্রিটিশ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পরবর্তী অধ্যায় খেলা।

তিনি বলেন, চীন ও ব্রিটেনের ইতিহাস সংস্কৃতি, মূল্যবোধ ও সামাজিক ব্যবস্থা ভিন্ন হলেও, ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। দু’পক্ষের উচিত বাস্তবসম্মতভাবে প্রতিপক্ষের উন্নয়ন খতিয়ে দেখে, কৌশলগত যোগাযোগ জোরদার করে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়িয়ে, চীন-ব্রিটেন সম্পর্ক স্থিতিশীল, বাস্তব ও আরো এগিয়ে নেয়া নিশ্চিত করা। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, দূষণমুক্ত জ্বালানি, অর্থ পরিষেবা ও চিকিত্সা জীবিকাসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের বিশাল সহযোগিতার সুযোগ রয়েছে, যা অব্যাহতভাবে সম্প্রসারণ করে, আরো ভালোভাবে দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা উচিত।

স্টারমার মনে করেন, ব্রিটেন-চীন স্থায়ী ও শক্তিশালী সম্পর্ক দু’দেশ ও বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটেন পারস্পরিক সম্মান ও আন্তরিক চেতনায় চীনের সঙ্গে সংলাপ জোরদার করে, পারস্পরিক সমঝোতা বাড়াতে চায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn