বাংলা

চীন-লাওস রেলপথে যাত্রীসংখ্যার নতুন রেকর্ড

CMGPublished: 2024-11-18 20:38:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৮: লাওস-চীন রেলপথ কোম্পানির সূত্রে জানা গেছে, রোববার চীন-লাওস রেলপথের লাওস অংশে যাতায়াতকারী মানুষের সংখ্যা ছিল ১৪,৯১২জন। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

সোমবার পর্যন্ত চীন-লাওস রেলপথ চালু হওয়ার প্রায় ৩ বছরে, প্রতিদিন গড়ে ট্রেনযাত্রীর সংখ্যা ক্রমশ বেড়েছে। রেলপথের লাওস অংশটি ইতোমধ্যে ৭২ লাখ ১৪০ হাজার যাত্রী পরিবহন করেছে। সীমান্ত পার করে পণ্য পরিবহনের পরিমাণ ১ কোটি ৫০৮.৪ হাজার টন ছাড়িয়েছে। যা আঞ্চলিক অর্থনীতির উন্নয়নে শক্তিশালী প্রাণশক্তি যোগাচ্ছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn