বাংলা

চীনের ১২তম জাতিগত সংখ্যালঘুদের জাতীয় ঐতিহ্যবাহী গেমসের প্রস্তুতিকাজ শেষ পর্যায়ে রয়েছে

CMGPublished: 2024-11-18 20:02:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৮: চীনের ১২তম জাতিগত সংখ্যালঘুদের জাতীয় ঐতিহ্যবাহী গেমস ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হাইনান প্রদেশের সান ইয়াতে অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর গেমসটির মশাল র‍্যালি শুরু হয়েছে। পাশাপাশি, গেমসটির সব প্রস্তুতিকাজ শেষ পর্যায়ে রয়েছে।

গেমসে ড্রাগন বোট-সহ একাধিক ইভেন্ট থাকবে।

এ পর্যন্ত দেশের ৪০টিরও বেশি গণমাধ্যমের ১০৩৮জন সাংবাদিক এ গেমসে নাম নিবন্ধন করেছেন। এ ছাড়া, ১০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী এ গেমসে কাজ করবেন। সান ইয়া শহরের ২৫টি হোটেল গেমস-সংশ্লিষ্টদের জন্য নির্ধারণ করা হয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn