চীনের বার্ষিক এক্সপ্রেস ডেলিভারি পরিমাণ প্রথমবারের মতো ১৫০ বিলিয়ন ছাঁড়িয়েছে
নভেম্বর ১৮: চীনের জাতীয় ডাকঘরের পরিসংখ্যান থেকে জানা গেছে, গতকাল (রোববার) পর্যন্ত চলতি বছর চীনে বার্ষিক এক্সেপ্রেস ডেলিভারি পরিমাণ প্রথমবারের মতো ১৫০ বিলিয়ন ছাঁড়িয়ে গেছে।
১৭ নভেম্বর বিকেলে চীনের জিতু এক্সপ্রেস কোম্পানি এক বাক্স আপেল গ্রহণ করেছে, তা চীনের কানসু প্রদেশের থিয়ানশুই শহর থেকে ছোংছিং মহানগরে পাঠানো হবে। এটি ২০২৪ সালে চীনের ১৫০ বিলিয়ন ডেলিভারির বিশেষ মার্কে পরিণত হয়েছে।
চলতি বছরে চীনের এক্সেপ্রেস ডেলিভারি বাজার বেশ প্রাণবন্ত। উন্নয়নের কার্যকরিতা দ্রুত বেড়েছে, শিল্প উন্নীতকরণ আর উত্পাদন ও ক্রেতার উত্সাহে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। চীনের বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণে ধারাবাহিক সমর্থন নীতি চালু করেছে। কার্যকর পরিষেবা নেটওয়ার্ক, বুদ্ধিমান বিজ্ঞান-প্রযুক্তির ব্যাপক প্রয়োগ এবং এক্সপ্রেস ডেলিভারি শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবস্থাপনার নির্মাণ, বিশেষ করে ড্রোন, চালক বিহীন গাড়ি ও বুদ্ধিমত্তা প্যাকেজ গুছানোসহ উন্নত প্রযুক্তির প্রয়োগে এক্সপ্রেস ডেলিভারির মান ও গতি দ্রুত বেড়েছে। এখন চীনা ক্রেতারা শুধু মোবাইল ফোনে ক্লিক করে, একদিনের মধ্যে তাদের অর্ডার হাতে পেতে পারে।