বাংলা

চিনশা নদীর জলবিদ্যুৎ কেন্দ্র

CMGPublished: 2024-11-18 11:10:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সিছুয়ান প্রদেশের পাইইউজেলা ও সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের কংচুয়ে জেলার সীমান্ত এলাকায় চিনশা নদীর উপরিভাগে অবস্থিত ইয়েবাথান জলবিদ্যু্ত কেন্দ্র নির্মিত হচ্ছে। ২২৪০ মেগাওয়াটের মোট স্থাপিত ক্ষমতাসহ, এটি চিনশা নদীর উপরের অংশের সিছুয়ান-সিচাং বিভাগে সবচেয়ে বড় ইনস্টল ক্ষমতাসম্পন্ন পাওয়ার স্টেশন।

পরিকল্পনা অনুযায়ী, ইয়েপাথান জলবিদ্যু্ত কেন্দ্র ২০২৫ সালের অক্টোবরে অপারেশনে যাবে এবং একই বছরের ডিসেম্বরে ইউনিটগুলোর প্রথম ব্যাচের উত্পাদন শুরু হবে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৬ সালে সমস্ত ইউনিট চালু করা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn