চিলির প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত শুক্রবার বিকেলে লিমায় এপেকের নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের ফাঁকে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
সি চিনপিং বলেন, চিলি, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী প্রথম দক্ষিণ-আমেরিকান দেশ। অর্ধ শতাব্দীর বেশি সময়ে দু’পক্ষ সবসময় একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগকে সমর্থন করে আসছে। চীন আগামী বছর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী কাজে লাগিয়ে, কৌশলগত যোগাযোগ ঘনিষ্ঠতর করতে, পারস্পরিক সহযোগিতা গভীরতর করতে, উন্নয়ন সুযোগ ভাগাভাগি করতে, চীন-চিলি সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে আরো নতুন বড় উন্নয়ন বেগবান করতে এবং দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে চায়।
বোরিক বলেন, পেরু সফরের আগে তিনি সান্তিয়াগোতে একটি আন্তর্জাতিক বইমেলায় সি’র সকল বইসহ অনেক চীনা কবিতা, লেখক ও শিল্পীর কর্ম দেখেছেন। দু’দেশের সম্পর্কের উন্নয়ন অনেক সহযোগিতামূলক চুক্তিসহ দু’দেশের সাংস্কৃতিক সংলাপ ও শিক্ষা বিনিময় থেকে লাভ হবে।