বাংলা

পশ্চিম সিছুয়ান মালভূমির সুন্দর গ্রাম চংত্য

CMGPublished: 2024-11-18 11:07:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চংত্য গ্রাম চীনের সিছুয়ান প্রদেশের কানজি তিব্বতি জাতির স্বায়ত্তশাসিত বান্নারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭০০ মিটার উঁচু। গ্রামের বাড়িঘরগুলো সাদা রঙের; তিব্বতি জাতির বৈশিষ্ট্যময়। সাদা বাড়িগুলো খাংবা এলাকার জাতিগত স্থাপত্যের বৈশিষ্ট্য দেখা যায়।

২০১৩ সালে গ্রামটি দ্বিতীয় দফা চীনা ঐতিহ্যবাহী গ্রাম তালিকায় অন্তর্ভুক্ত হয়। সাম্প্রতিক বছরগুলোয় চংত্য গ্রাম ঐতিহ্যগত সুরক্ষাকাজ জোরদার করে আসছে। গ্রামটি কৃষি ও সংস্কৃতি মিলে একটি নতুন ধরণের পর্যটন শিল্প গড়ে তুলেছে। এর মাধ্যমে স্থানীয় গ্রামবাসীরা আরও ধনী হয়েছেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn