ব্রাজিলের গণমাধ্যমে সি চিন পিংয়ের প্রবন্ধ প্রকাশিত
প্রেসিডেন্ট সি বলেন, চীন ও ব্রাজিলের উচিত একতা ও পারস্পরিক সাহায্যকারী বড় দেশ হিসেবে দায়িত্ব পালন করা।
তিনি আরও জানান, এবার ব্রাজিলে সফরের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো জি-২০ নেতৃবৃন্দের শীর্ষসম্মেলনে উপস্থিত হওয়া। জি-২০ হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মঞ্চ। একটি ন্যায্য বিশ্ব নির্মাণ বাস্তবায়ন করতে চাইলে, জি-২০র দরকার পারস্পরিক সম্মান, সমতার ভিত্তিতে সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণ ও উভয়ের জয়ের ভিত্তিতে, ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর আরও বড় উন্নয়নে সমর্থন দেওয়া।
পাশাপাশি, একটি টেকসই পৃথিবী নির্মাণ করতে চাইলে, জি-২০র উচিত টেকসই উৎপাদন পদ্ধতি ও জীবনযাপনের পদ্ধতি এবং মানুষ ও প্রকৃতির সমন্বিত সহাবস্থান বাস্তবায়নের জন্য কাজ করা।
প্রেসিডেন্ট সি বলেন, তিনি বিশ্বাস করেন, জি২০ নেতাদের রিও শীর্ষসম্মেলনে অবশ্যই সফল হবে। প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে একযোগে চীন-ব্রাজিল সম্পর্কের নতুন ‘সোনালী ৫০ বছরে’ প্রবেশের ক্ষেত্রে দিক-নির্দেশনা দেওয়া এবং আরও ন্যায্য ও টেকসই অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।