বাংলা

পেরু গ্লোবাল সাউথ সহযোগিতার জন্য ‘পেরুভিয়ান মডেল’ নির্মাণের আশা করছে

CMGPublished: 2024-11-16 17:17:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর পেরু সফরের সময়, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির অধীনে সিজিটিএন নিউ এরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউট এবং পেরুর সেন্টার ফর অ্যাডভান্সড ন্যাশনাল স্টাডিজের মাধ্যমে প্রথমবারের মতো ‘২০২৪ সালে চীনের প্রতি পেরুর অনুকূল নীতি’ বিষয়ে একটি গণজরিপ চালু করে। জরিপে উত্তরদাতারা সাধারণত চীন ও পেরুর মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং বাস্তব সহযোগিতা অর্জনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তারা ‘গ্লোবাল সাউথ’ দেশের উচ্চ মানের উন্নয়নের জন্য একটি ‘পেরুভিয়ান মডেল’ নির্মাণের প্রত্যাশা করেন।

পেরুর উত্তরদাতাদের ৮৯.৬ শতাংশ চীন সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছেন। উত্তরদাতাদের ৯৭.৭৭ শতাংশ বিশ্বাস করেন যে, চীন একটি গুরুত্বপূর্ণ দেশ। উত্তরদাতাদের ৯৭.২ শতাংশ মনে করেন যে, চীন একটি সফল দেশ। উত্তরদাতাদের ৯১.৫ শতাংশ বিশ্বাস করেন যে, চীন একটি আকর্ষণীয় দেশ। তাদের মধ্যে ৯১.২ শতাংশ বলেন যে, চীন একটি সম্মানের যোগ্য দেশ। এ ছাড়া, পেরুর উত্তরদাতারা চীন ভ্রমণের উচ্চ ইচ্ছা প্রকাশ করেন। তাদের মধ্যে ৯৪ শতাংশ চীনে ভ্রমণ, পরিদর্শন বা অধ্যয়নের জন্য উন্মুখ। ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ উত্তরদাতাদের মধ্যে এই হার আরও বেশি, যা ৯৫.৯ শতাংশ।

তাদের মধ্যে, ৮৬.১ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, পেরু চীনের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক থেকে অনেক উপকৃত হয়েছে। উত্তরদাতাদের ৭৭.৬ শতাংশ বলেছেন যে, চীন ও পেরুর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ন্যায্য। উত্তরদাতাদের ৯৩ শতাংশ বলেছেন যে, চীনের বিশাল বাজার পেরু ও লাতিন আমেরিকার দেশগুলোর জন্য যথেষ্ট উন্নয়নের সুযোগ দিয়েছে। উত্তরদাতাদের ৯৩.৬ শতাংশ চীন, পেরু ও অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীর করতে চান।

Share this story on

Messenger Pinterest LinkedIn