চীন-চিলির প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
নভেম্বর ১৬: পেরু সময় শুক্রবার বিকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের অবকাশে চিলির প্রেসিডেন্ট গ্যব্রিয়েল বোরিচের সঙ্গে বৈঠক করেছেন।
সি চিন পিং জানান, চিলি হচ্ছে নয়া চীনের সঙ্গে প্রথম কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী দক্ষিণ আমেরিকার দেশ। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে দু’পক্ষ সবসময় একে অপরকে পারস্পরিক মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগে দৃঢ় সমর্থন দিয়ে আসছে। দু’পক্ষ হচ্ছে একে অপরের বিশ্বস্ত ভালো বন্ধু, সহযোগিতামূলক ও উভয়ের জয়ের ভালো অংশীদার। আগামী বছর দু’পক্ষের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। এ উপলক্ষ্যে, চিলির সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বেগবান করা, উন্নয়নের সুযোগ ভাগাভাগি করা এবং দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন। যাতে দু’দেশের গণকল্যাণ হয়।
চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, দু’পক্ষের উচিত নানা খাত ও নানা স্তরে বিনিময় বাড়ানো, অবকাঠামো, পরিচ্ছন্ন জ্বালানি, তথ্য যোগাযোগ-সহ নানা খাতে সহযোগিতা জোরদার করা।
তিনি চিলির আরও বেশি উচ্চ মানের পণ্যকে চীনে স্বাগত জানান। পাশাপাশি, আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানকে চিলিতে বিনিয়োগের জন্য সমর্থন দেয় চীন। আশা করা যায়, চিলি চীনা শিল্পপ্রতিষ্ঠানের জন্য স্বচ্ছ, উন্মুক্ত, ও বৈষম্যহীন ব্যবসার সুযোগ দেবে।