চীন-কানাডা পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
নভেম্বর ১৬: গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লিমায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলির সঙ্গে বৈঠক করেছেন।
ওয়াং ই তাঁর সাম্প্রতিক চীন সফর এবং মতবিনিময়ের কথা উল্লেখ করে বলেন, এতে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে এবং ইতিবাচক সংকেত পাওয়া গেছে। যা দু’দেশের জনকল্যাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। পাশাপাশি, দু’দেশের সম্পর্ক উন্নয়নে মাঝে মাঝে সমস্যা হলেও যোগাযোগ বজায় রাখা, সুষ্ঠুভাবে বিতর্ক মোকাবিলা করা ও সম্পর্ক উন্নয়নের প্রবণতা রক্ষা করা উচিত।
তিনি জানান, চীন ও কানাডার রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন। যা জনগণের নিজস্ব বাছাই। দু’পক্ষের উচিত একে অপরকে সম্মান করা এবং পারস্পরিক কল্যাণ ও উভয়ের জয় বাস্তবায়ন করা। দু’দেশের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে, এবং মৌলিক বিষয়ে স্বার্থের সংঘাত নাই। আশা করা যায়, কানাডা চীনের সঙ্গে একযোগে ইতিবাচক কাজ করবে, চীনের উন্নয়নকে যৌক্তিকভাবে বিবেচনা করবে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও দু’দেশের জনগণের বোঝাপড়া ও আস্থার খাতে ইতিবাচক কাজ করবে। যাতে দু’দেশের মধ্যে সহযোগিতা বেশি হয় ও বিরোধ কমে যায়।
ওয়াং ই জোর দিয়ে বলেন, তাইওয়ান সমস্যা অত্যন্ত স্পর্শকাতর। কানাডা একে সম্পূর্ণ উপলব্ধি করতে পারবে এবং এক চীন নীতিতে অবিচল থাকতে পারবে বলে আশা করেন ওয়াং ই।