থিয়ানচৌ-৮ কার্গো মহাকাশযান উত্ক্ষেপণ মিশন সফল হয়েছে
নভেম্বর ১৬: থিয়ানচৌ-৮ কার্গো মহাকাশযান বহনকারী লং মার্চ-৭ ইয়াও-৯ ক্যারিয়ার রকেটটি চীনের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সুষ্ঠুভাবে উড্ডয়ন করেছে। উৎক্ষেপণ মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে!
থিয়ানচৌ-৮ কার্গো মহাকাশযানটি কক্ষপথে থাকা মহাকাশচারীদের জন্য ভোগ্যদ্রব্য, প্রায়োগিক পরীক্ষামূলক সরঞ্জাম এবং অন্যান্য উপকরণ বহন করেছে এবং শেনচৌ-১৯ মহাকাশচারী ক্রুদের কাছে বসন্ত উৎসবের জন্য ‘নতুন বছরের পণ্য’ পাঠিয়েছে।