বাংলা

সি চিন পিংয়ের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাক্ষাত্

CMGPublished: 2024-11-16 17:05:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৬: পেরু সময় শুক্রবার সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকের অবকাশে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েথংতায়েন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাত করেছেন।

সি চিন পিং জানান, চীন ও থাইল্যান্ড হচ্ছে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। ‘ চীন ও থাইল্যান্ড পরিবারের মতো ঘনিষ্ঠ’ অবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০২২ সালের নভেম্বরে থাইল্যান্ড সফরের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন, তখন দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। সেসব সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নে আনন্দ প্রকাশ করেন সি চিন পিং। নানা খাতে দু’পক্ষের সহযোগিতার সুফল অর্জিত হচ্ছে, যাতে দু’দেশের জনকল্যাণ হয়েছে।

সি চিন পিং বলেন, আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী বা ‘চীন থাইল্যান্ড বন্ধুত্বের সোনালি ৫০ বছর।’ থাইল্যান্ডের সঙ্গে একযোগে দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব উন্নত করা, দু’দেশের উন্নয়ন কৌশলের মধ্যে সংযুক্তি জোরদার করা, দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় গভীরতর করা, নানা খাতের সহযোগিতা এগিয়ে নেওয়া, পরস্পরের আধুনিক দেশ নির্মাণে সাহায্য করা, এবং দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা আরও এগিয়ে নিতে চায় চীন।

তিনি আরও জানান, দু’পক্ষের উচিত চীন-থাইল্যান্ড রেলপথ নির্মাণকাজ বেগবান করা, নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, এআই-সহ নতুন খাতে সহযোগিতা জোরদার করা এবং শিক্ষাসহ সাংস্কৃতিক খাতের বিনিময় আরও উন্নত করা।

Share this story on

Messenger Pinterest LinkedIn