বাংলা

পেরুতে সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতির প্রচার

CMGPublished: 2024-11-16 16:15:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৬: পেরু সময় গতকাল (শুক্রবার) চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতির’ সিজন ৩ (স্প্যানিশ ভাষা সংস্করণ) পেরুর রাজধানী লিমায় প্রচারিত হয়েছে। পেরুর প্রেসিডেন্ট দিনা বোরুয়ার্ট ভিডিও লিংকের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। পেরুর রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, গণমাধ্যম ও একাডেমিক মহলের দুই শতাধিক প্রতিনিধি প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

পেরুর প্রেসিডেন্ট দিনা বোরুয়ার্ট ভিডিও বার্তায় সি চিন পিং-এর সফরে স্বাগত জানিয়ে বলেন, ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ পেরুতে প্রচারিত হয়েছে, যা দু’দেশের মৈত্রীকে আরো মজবুত করতে পারবে, যা পেরুর জনগণের জন্য চীনকে জানার একটি জানালা খুলে দিয়েছে। চীন-পেরু সাংস্কৃতিক বিনিময়ে সিএমজি’র উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করে তিনি বলেন, এই ভিডিও অনুষ্ঠান নিশ্চয় দু’দেশের সাংস্কৃতিক বিনিময়ের মান আরো বাড়িয়ে দেবে।

চীনের উপ-প্রচারমন্ত্রী, সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, ৪০০ বছরেরও আগে পেরুর জনগণের সাথে প্রবাসী চীনাদের কাজ করার ইতিহাস হোক, বা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আজকের ব্যাপক বাস্তবসম্মত সহযোগিতা হোক, পারস্পরিক উপকারি বিনিময় হোক বা সভ্যতার পারস্পরিক শিক্ষা ও বিনিময় হোক, চীন ও পেরুর সহযোগিতা হল পারস্পরিক সহানুভূতি ও বোঝাপড়ার বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট বোরুয়ার্ট যৌথভাবে "চানকাই থেকে শাংহাই " বন্দরের উদ্বোধন ঘোষণা করেছেন, যা দুই দেশের মধ্যে পারস্পরিক উপকারি সহযোগিতার বিস্তৃত ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এটি চীন-পেরু সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সাক্ষীই নয়, এটি ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতির’ (স্প্যানিশ সংস্করণ) একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। এই শীর্ষস্থানীয় প্রোগ্রামটি পরিবেশ সুরক্ষা, সাংস্কৃতিক উত্তরাধিকার, সভ্যতার বিনিময় এবং পারস্পরিক শিক্ষা, আধুনিকীকরণ এবং অন্যান্য বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে, এটি চীনা ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার জন্য একটি নির্দেশিকা। বিশ্বের কাছে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং আধুনিক দেশ পরিচালনার কৌশল তুলে ধরেছে। এই কাজটি দু’দেশের মানুষের মধ্যে বোঝাপড়া এবং অনুরণন আরও বৃদ্ধি করবে বলে বিশ্বাস করেন তিনি।

‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ প্রধানত সাংস্কৃতিক উত্তরাধিকার, প্রাকৃতিক সভ্যতা, দারিদ্র্যবিমোচন, সভ্যতার বিনিময়সহ বিষয় তুলে ধরেছে। এতে সি চিন পিং-এর কথার উদ্ধৃতি দিয়ে তার রাজনৈতিক প্রজ্ঞাও বর্ণনা করা হয়।

Share this story on

Messenger Pinterest LinkedIn