মেটা’কে প্রায় ৮০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইইউ
১৫ নভেম্বর: ইউরোপীয় কমিশন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে, তারা মেটা’র উপর ৭৯৭.৭২ মিলিয়ন ইউরো জরিমানা আরোপ করবে। কারণ এ আমেরিকান প্রযুক্তি জায়ান্ট ‘ব্যক্তিগত সামাজিক নেটওয়ার্ক পরিষেবা এবং অনলাইন বিজ্ঞাপনের বাজারে তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।
ইউরোপীয় কমিশন বলেছে যে ‘মেটা’ কোম্পানি তার ব্যক্তিগত সামাজিক নেটওয়ার্ক পরিষেবা ‘ফেসবুক’কে অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ‘ফেসবুক মল’ এর সাথে সংযুক্ত করেছে এবং অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর বিধিনিষেধ আরোপ করেছে যা ‘মেটা’ কোম্পানির প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেয়, যা ট্রেডিং শর্ত এবং ইইউ অ্যান্টিট্রাস্ট প্রবিধানের লঙ্ঘন।
ইউরোপীয় কমিশন ‘মেটা’ কোম্পানীকে উপরে উল্লেখিত আচরণের অবসান ঘটানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে এবং ভবিষ্যতে একই বিষয়ের পুনরাবৃত্তি না করতে নির্দেশ দিয়েছে।
‘মেটা’ কোম্পানি পরে একটি বিবৃতি জারি করে বলেছে যে ইউরোপীয় কমিশন তার তদন্তের সময় প্রতিযোগীদের ক্ষতি করেছে এমন কোনো প্রমাণ খুঁজে পায়নি এবং পুরো তদন্তটি ‘প্রতিযোগিতার ক্ষতি করতে পারে এমন ধারণার উপর ভিত্তি করে’ করা হয়েছে। সংস্থাটি বলেছে যে, তারা ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং ‘উত্থাপিত সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত এবং গঠনমূলকভাবে কাজ করবে।