‘গ্লোবাল সাউথ’ থিঙ্ক-ট্যাংক সহযোগিতা জোট প্রতিষ্ঠিত
১৫ নভেম্বর: গতকাল বৃহস্পতিবার নানচিংয়ে ‘গ্লোবাল সাউথ’ থিঙ্ক-ট্যাংক সহযোগিতা জোট প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় গ্লোবাল সাউথ থিঙ্ক-ট্যাংক সংলাপের উদ্বোধন উপলক্ষ্যে, সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক লিয়াজোঁ বিভাগের নেতৃত্বে, চায়না মিডিয়া গ্রুপ, চীনের সমাজবিজ্ঞান একাডেমি সিংহুয়া বিশ্ববিদ্যালয়, ফুদান বিশ্ববিদ্যালয়, রেনমিন বিশ্ববিদ্যালয়সহ দেশে-বিদেশের ২০০টিরও বেশি থিঙ্ক-ট্যাংক এবং বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে এ জোট গঠন করে।
‘গ্লোবাল সাউথ’ থিঙ্ক-ট্যাংক সহযোগিতা জোটের লক্ষ্য রাশিয়ার কাজানে ‘ব্রিকস প্লাস’ নেতাদের সংলাপে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়ন করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচার করা। জোটটি ‘গ্লোবাল সাউথ’ থিঙ্ক-ট্যাংকগুলোর একটি ঘনিষ্ঠ অংশীদারিত্বের নেটওয়ার্ক তৈরি করবে, এর অনন্য সুবিধাগুলোকে সম্পূর্ণ কার্যকর হতে সহায়তা দেবে এবং ‘গ্লোবাল সাউথ’ একসাথে কাজ করার জন্য আরও জ্ঞানভিত্তিক অবদান রাখবে।
চায়না মিডিয়া গ্রুপ ৮০টি ভাষায় তার যোগাযোগ সুবিধাগুলোকে একীভূত করবে এবং বিশ্বের আটটি প্রধান মিডিয়া অংশীদারদের সাথে সক্রিয়ভাবে তা বৈশ্বিক গণমাধ্যমে ছড়িয়ে দেবে। এ জন্য ‘গ্লোবল সাউথ’ থিঙ্ক-ট্যাংক সহযোগিতা জোট তার গবেষণার ফলাফল, শান্তি, উন্নয়ন এবং সহযোগিতার লক্ষ্যে পরিচালিত করবে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং মিশরের মতো ১০০টিরও বেশি উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর থিঙ্-ট্যাংক পণ্ডিত এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি প্রাসঙ্গিক দেশীয় বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং থিঙ্ক-ট্যাংকের প্রতিনিধিসহ ৪০০ জনেরও বেশি প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।