বাংলা

‘জনসংখ্যার উচ্চমানের উন্নয়ন চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে সমর্থন করবে’ শিরনামে সি চিন পিংয়ের প্রবন্ধ শনিবার প্রকাশিত হবে

CMGPublished: 2024-11-15 19:17:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রবন্ধ ‘জনসংখ্যার উচ্চমানের উন্নয়ন চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে সমর্থন করবে’, আগামীকাল (শনিবার) চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রকাশনা ‘ছিউ শি’ পত্রিকায় প্রকাশিত হবে।

প্রবন্ধে বলা হয়েছে, চীন দীর্ঘকাল ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। জনসংখ্যার উন্নয়ন চীনা জাতির পুনরুজ্জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যাপার। সামগ্রিক গবেষণা দেখায় যে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তনের সাথে চীনের জনসংখ্যা বৃদ্ধি থেকে হ্রাসের উন্নয়ন পর্যায়ে স্থানান্তরিত হয়েছে। জনসংখ্যা উন্নয়ন জন্মহার হ্রাস, বার্ধক্য ও আঞ্চলিক জনসংখ্যা বৃদ্ধি ও হ্রাসের ব্যবধান বৃদ্ধির প্রবণতা ও বৈশিষ্ট্য দেখা যায়। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ত্বরান্বিত করার জন্য নতুন জনসংখ্যা পরিস্থিতি পুরোপুরি বুঝতে হবে।

প্রবন্ধে বলা হয়, নতুন যুগের জনসংখ্যা নীতি কাজ করলে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের ধারণা নির্দেশনা হিসেবে মেনে চলবে, সার্বিকভাবে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের চেতনাকে বাস্তবায়ন করবে, নতুন যুগে জনসংখ্যা উন্নয়নের কৌশল সুসম্পন্ন করবে, জনসংখ্যার সামগ্রিক গুণমান উন্নত করবে, উপযুক্ত জন্মহার ও জনসংখ্যা বজায় রাখবে, যুক্তিসঙ্গত কাঠামো ও বণ্টন এবং উচ্চ গুণমানের আধুনিক মানবসম্পদ তৈরি করবে, জনসংখ্যার উচ্চমানের উন্নয়নের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে সমর্থন করবে। এর জন্য জনসংখ্যার উচ্চমানের উন্নয়নের মধ্যে উচ্চমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে জনসংখ্যা পরিকল্পনা করে, সংস্কার ও উদ্ভাবন দিয়ে জনগণের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করবে, এবং মানুষের সার্বিক উন্নয়ন ও সকল জনগণের অভিন্ন সমৃদ্ধিতে অবিচল থাকবে এ ৪টি নীতি মেনে চলা উচিত।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn