ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় ৩১ জন হতাহত
নভেম্বর ১৫: সিরিয়ার রাজধানী দামেস্কের মাইজাই এলাকায় এবং কুদসায়া উপকণ্ঠের কিছু আবাসিক ভবনে গতকাল (বৃহস্পতিবার) ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সিরিয়ার সামরিক বিভাগ সেদিন এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে দামেস্কে বিমান হামলা চালিয়েছে। হতাহতের পাশাপাশি অনেক ভবন ও ব্যক্তিগত সম্পদের বেশ ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল, ইরান সমর্থিত সামরিক স্থাপনায় হামলা করার অজুহাতে সিরিয়ায় অনেকবার বিমান হামলা চালিয়েছে। গত বছরের অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ ঘটার পর ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে আরও ঘন ঘন হামলা চালিয়েছে।