তুলুপানের আঙ্গুর পরিপক্ক হয়েছে
চীনের সিন চিয়াংয়ের তুলুপানের গ্রেপ ভ্যালি দর্শনীয় স্থান থেকে দশ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত সিন ছেং সি মেন নামের একটি গ্রাম। এ গ্রাম হলো উইগুর, হান এবং হুই জাতিগোষ্ঠীর অধ্যুষিত একটি শহরতলী গ্রাম। গ্রামে তিন হাজার জনেরও বেশি বাসিন্দা রয়েছে, যার মধ্যে উইগুর সংখ্যালঘু জাতির লোক ৯০ শতাংশেরও বেশি।
২০২২ সালের ১৪ জুলাই, চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং সিন ছেং সি মেন গ্রামে আসেন। গ্রামের চত্বরে সাধারণ সম্পাদক ও গ্রামবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়। সাধারণ সম্পাদক সি চিন পিং বলেন, “পার্টির কেন্দ্রীয় কমিটি প্রস্তাব উত্থাপন করেছে যে, ৫৬টি জাতিগত গোষ্ঠী ডালিমের বীজের মতো-” স্কোয়ারের গ্রামবাসীরা উচ্চস্বরে জবাব দিল: “একে অপরকে শক্ত করে ধরো!”
একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশকে ব্যাপকভাবে গড়ে তুলতে কোনো জাতিকে পিছিয়ে রাখা যাবে না। সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের যৌথ প্রচেষ্টায়, এই বছরের জানুয়ারিতে সিন ছেং সি মেন গ্রামকে জাতিগত ঐক্য ও অগ্রগতির জন্য জাতীয় ঐক্য ইউনিটের স্বীকৃতি দেওয়া হয়। শিল্পের বিকাশ এবং উন্নতির সাথে সাথে গ্রামবাসীদের আয় এবং জীবনযাত্রার মানও বাড়ছে। ২০২৩ সালে গ্রামের মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় হয়েছে ২৩ হাজার ৪৩৮ ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৮.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
“সাধারণ সম্পাদক আমাদের গ্রামে এসেছিলেন এবং গ্রামের পার্টি’র গণপরিষেবা কেন্দ্র এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ উদ্যোগগুলো দেখেছিলেন।” সিন ছেং সি মেন গ্রামের পার্টি শাখার সম্পাদক ইকরাম এরকেন এখনও সেই সময়ের দৃশ্যটি মনে রেখেছেন, “আমাদের গ্রামের কর্মীরা সাধারণ সম্পাদককে চারপাশ ঘুরে দেখান এবং আমি সাধারণ সম্পাদকের বাম পাশে, তার ঠিক পাশে দাঁড়ালাম।”