বাংলা

চীন-পেরু সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী বেইজিং: সি চিন পিং

CMGPublished: 2024-11-15 14:31:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে লিমায়, পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি বলেন, পেরুর সাথে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী তাঁর দেশ।

প্রেসিডেন্ট সি বলেন, চীন ও পেরু প্রাচীন সভ্যতার দেশ। দু’দেশ ইতিহাস ও যুগের উন্নয়নের প্রবণতার সাথে তাল মিলিয়ে, দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়নে সচেষ্ট আছে। পারস্পরিক সম্মান ও আস্থা এবং একে অপরের কাছ থেকে শেখার ভিত্তিতে, দুটি ভিন্ন মাত্রার, ব্যবস্থার ও সংস্কৃতির দেশের মধ্যে ঐক্য ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে চীন ও পেরু।

সি আরও বলেন, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫৩ বছরে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সুষ্ঠু উন্নয়নের ধারা বজায় ছিল ও আছে। বিশেষ করে, ২০১৬ সাল থেকে দু’পক্ষের অভিন্ন প্রচেষ্টায়, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১.৬ গুণ বেড়েছে; পেরুতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগও দ্বিগুণ হয়েছে; চীন-পেরু অবাধ বাণিজ্য চুক্তি আপগ্রেডিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। এসবই দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে।

সি বলেন, পেরুর সাথে ঐতিহ্যগত মৈত্রীকে মূল্যায়ন করে তাঁর দেশ এবং দু’পক্ষের সহযোগিতার বিশাল সম্ভাবনা সম্পর্কেও সচেতন চীন। এ সম্ভাবনা কাজে লাগিয়ে দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টিতে সচেষ্ট থাকতে হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn