ইনকা ট্রেইলের সাথে একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ সংযুক্ত করা হবে: সি চিন পিং
নভেম্বর ১৫: স্থানীয় সময় ১৪ নভেম্বর বিকেলে, পেরুর লিমায় প্রেসিডেন্টভবনে, সেদেশের প্রেসিডেন্ট দিনা বোরুয়ার্টের সাথে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।
বৈঠককালে ছানকেই বন্দরের নির্মাণকাজ সম্পর্কে সি বলেন, এটি ‘বেল্ড এ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় দু’পক্ষের একটি যৌথ বড় প্রকল্প।
সি আরও বলেন, চীন পেরুর সাথে ছানকেই বন্দরের মাধ্যমে, ইনকা ট্রেইল ও একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথকে সংযুক্ত করবে। আর এর উদ্দেশ্য হবে, পেরুসহ এতদঞ্চলের দেশগুলোর অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন বাস্তবায়ন করা।