বাংলা

পেরুর গণমাধ্যমে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রবন্ধ প্রকাশ, উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রার প্রত্যাশা

CMGPublished: 2024-11-14 20:27:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: পেরু সফররত চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের একটি প্রবন্ধ পেরুর সংবাদপত্র এল পেরুনোতে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ‘চায়না পেরু ফ্রেন্ডশিপ: সেটিং সেইল টুয়ার্ড অ্যান ইভেন ব্রাইটার ফিউচার’ বা চীন-পেরু বন্ধুত্ব: উজ্জ্বলতর ভবিষ্যতের যাত্রায় পাল তুলে দেয়া’ শীর্ষক প্রবন্ধে প্রেসিডেন্ট সি দুই দেশের বন্ধুত্ব এবং জয় জয় সহযোগিতার বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

প্রবন্ধের শেষে তিনি লেখেন, লাতিন আমেরিকার আমাদের বন্ধুরা প্রায়শই বলে, সাহস ছাড়া কেউ কখনও পাহাড় জয় করতে বা সমুদ্র অতিক্রম করতে পারবে না। একটি নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণে, চীন আমাদের পেরুভিয়ান বন্ধুদের সাথে এক হৃদয়ে এবং একই লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত এবং আমাদের বন্ধুত্বের জাহাজকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে প্রস্তুত।

পেরুর প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তের আমন্ত্রণে, লিমাতে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা-এপেকের অর্থনৈতিক নেতাদের ৩১তম সম্মেলনে যোগ দিতে এবং সেদেশে রাষ্ট্রীয় সফর করতে বুধবার লিমা গেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn