বাংলা

লি হং চোংয়ের নেতৃত্ব এনপিসি প্রতিনিধিদলের পানামা সফর

CMGPublished: 2024-11-14 17:04:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৪: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হং চোংয়ের নেতৃত্বে এনপিসি’র একটি প্রতিনিধিদল ১০ থেকে ১৩ নভেম্বর পানামা সফর করেছে।

পানামা সিটিতে লি হং চোং, পানামা জাতীয় পরিষদের সভাপতি দানা কাস্তানেদার সঙ্গে বৈঠক করেছেন, দেটির পররাষ্ট্রমন্ত্রী মার্টিনেজ আচা, ল্যাটিন আমেরিকান কংগ্রেসের নির্বাহী সম্পাদক ইলিয়াস কাস্টিলোর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং পানামার কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন।

লি হং চোং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭ বছর ধরে দু’দেশের নেতাদের নেতৃত্বে চীন-পানামা সম্পর্কের দ্রুত উন্নয়ন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ভালো ফলাফল অর্জন করেছে। এনপিসি পানামার জাতীয় পরিষদ, ল্যাটিন আমেরিকান পরিষদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠ করতে চায়, রাজনৈতিক আস্থা বাড়াতে চায়। বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করে একসঙ্গে নতুন যুগে চীন-পানামা ও চীন-ল্যাটিন আমেরিকা সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন প্রচার করতেও বেইজিং আগ্রহী বলে জানান লি হং চোং।

Share this story on

Messenger Pinterest LinkedIn