‘ল্যাটিন আমেরিকার সাথে সহযোগিতা জোরদার করবে চীন’
নভেম্বর ১৪: চীন ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে, ঐক্য ও সহযোগিতা জোরদারের মাধ্যমে, দু’পক্ষের জনগণের তৃপ্তি ও সুখের অনুভূতি বাড়াতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে সহযোগিতার ক্ষেত্রে, জীবিকাসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের কথা সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। ইতোমধ্যেই ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে চীন অনেক ‘ছোট কিন্তু সুন্দর’ জীবিকা প্রকল্প বাস্তবায়ন করেছে।