বাকুতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন শুরু
নভেম্বর ১২: আজারবাইজানের রাজধানী বাকুতে গতকাল সোমবার জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯তম সম্মেলন (কপ-২৯) উদ্বোধন হয়েছে। এই সম্মেলনটি সমস্ত পক্ষকে জলবায়ু অর্থায়নের জন্য নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্যে একমত হতে এবং প্যারিস চুক্তির ধারা ৬-এর অধীনে প্রশমন, অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক কার্বন বাজার ব্যবস্থার মতো বিষয়গুলোতে ভারসাম্যপূর্ণ ফলাফলের প্যাকেজে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
পূর্ববর্তী সম্মেলনের (কপ ২৮) চেয়ারম্যান সুলতান জাবের স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বলেন যে, আজারবাইজানের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মুখতার বাবায়েভ এজেন্ডা অনুযায়ী কপ২৯-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বাবায়েভ বলেন যে, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করছে এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য কপ-২৯ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
কপ-২৯ ১১ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে। এই সম্মেলনটি জলবায়ু পরিবর্তন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর উচ্চ মনোযোগ এবং প্রবল প্রত্যাশা বহন করে। সম্মেলনটি বেশ কয়েকটি মূল জলবায়ু কর্মের বিষয়ে আলোচনা করবে এবং এর সিদ্ধান্তগুলো বিশ্বব্যাপী জলবায়ুর ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলবে। তাদের মধ্যে, জলবায়ু অর্থায়ন হল প্রাথমিক কাজ এবং এই সম্মেলনের সবচেয়ে বড় হাইলাইট ইস্যু। তাই কপ-২৯কে ‘জলবায়ু অর্থ সম্মেলন’ বলা হয়।