চীন-আলবেনিয়া সম্পর্কের ৭৫ বছর: তিরানায় সেমিনার
নভেম্বর ১২: চীন-আলবেনিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে, গতকাল (সোমবার) তিরানায়, একটি একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়।
আলবেনিয়ায় চীনের রাষ্ট্রদূত পাং ছুন স্যুয়ে, আলবেনিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বাশকিম ফিনো, আলবেনিয়া-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, এবং দু’দেশের বিভিন্ন মহলের শতাধিক প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে পাং ছুন স্যুয়ে বলেন, ৭৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও আলবেনিয়া পারস্পরিক শ্রদ্ধা, সমান আচরণ, পারস্পরিক সুবিধা, ও জয়-জয় নীতির ভিত্তিতে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে একযোগে কাজ করে আসছে। ভবিষ্যতে চীন আলবেনিয়ার সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করতে, বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে, এবং জনগণের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান আরও বাড়াতে ইচ্ছুক।
বাশকিম ফিনো বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে, চীনের সাথে বোঝাপড়া আরও গভীর করা ও ঘনিষ্ঠভাবে সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দু’দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনতে ইচ্ছুক আলবেনিয়া।