ব্রাজিলের বন্ধুজনের চিঠির উত্তর দিলেন সি চিন পিং
নভেম্বর ১১: সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলের বিভিন্ন মহলের বন্ধুজনের চিঠির উত্তর দেন এবং তাদের চীন-ব্রাজিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের নিজের অবদান অব্যাহত রাখতে উত্সাহ দেন।
চিঠিতে সি চিন পিং বলেন, চীন-ব্রাজিল বন্ধুত্বপূর্ণ উন্নয়নে আরো বেশি মানুষের যোগদান দেখে তিনি খুব আনন্দিত। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে চীন ও ব্রাজিল হাতে হাত মিলিয়ে ভাল বন্ধু হয়ে উঠেছে। ব্রাজিলের সাথে দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরো সমৃদ্ধ করতে, চীন-ব্রাজিল সম্পর্ককে সমন্বিত সহযোগিতা, অভিন্ন উন্নয়ন এবং জয়-জয় সহযোগিতার শ্রেষ্ঠ নমুনা হিসেবে তৈরী করতে এবং মানবজাতির শান্তি ও উন্নয়নে আরো বেশি অবদান রাখতে ইচ্ছুক চীন। ব্রাজিল বন্ধুদের চীনে এসে চীনা-শৈলীর আধুনিকীকরণের বিচিত্র দৃশ্য অনুভব করতে স্বাগত জানান তিনি। দু’দেশের বিভিন্ন মহলের মানুষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অব্যাহতভাবে ইতিবাচক ভূমিকা পালন করে, দু’দেশের মৈত্রীকে ইয়াংজি এবং আমাজোন নদীর মত অবিরাম চলতে থাকার আশা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি ব্রাজিলের সাও পাউলো রাজ্যের ক্যাম্পিনাস শহরের প্রাক্তন ডেপুটি মেয়র এনরিক তেশিয়েরা, ব্রাজিল-চীন মৈত্রী সমিতি, সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ইত্যাদি বিভিন্ন মহলের ব্যক্তিরা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে তারা চীনা সরকার, শিল্পপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান স্থানীয় সাধারণ মানুষের জীবনযাপন উন্নত করতে যে অবদান রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।