চীনের অটোমোবাইল উত্পাদন এবং বিক্রয় বেড়েছে
নভেম্বর ১১: চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে চীনের অটোমোবাইল উত্পাদন এবং বিক্রয়ের পরিমাণ যথাক্রমে ২৪.৪৪৬ মিলিয়ন এবং ২৪.৬২৪ মিলিয়নে পৌঁছেছে, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় যথাক্রমে ১.৯ এবং ২.৭ শতাংশ বেশি। অটোমোবাইল উত্পাদন এবং বিক্রয় বছরের পর বছর বৃদ্ধি বজায় রেখেছে। চীনের মটরগাড়ি নির্মাতা সমিতি থেকে এ তথ্য পাওয়া গেছে।
সমিতির উপ-সচিব ছেন শি হুয়া বলেন, ‘অক্টোবরে জাতীয় পুরাতন দিয়ে নতুন কেনার নীতিতে মটরগাড়ির জন্য খরচ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় অটো শো এবং প্রচারমূলক কার্যক্রম পুরোদমে চলছে। অক্টোবরে চীনের গাড়ি শিল্পের উৎপাদন ও বিক্রয় যথাক্রমে ২.৯৯৬ মিলিয়ন এবং ৩.০৫৩ মিলিয়নে পৌঁছেছে এবং যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় যথাক্রমে ৩.৬ এবং ৭ শতাংশ বেশি।