এপেক নেতাদের সম্মেলন লিমায় শুরু
নভেম্বর ১১: এপেক নেতাদের সম্মেলন গতকাল (রোববার) পেরুর রাজধানী লিমায় শুরু হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি অর্থনৈতিক গোষ্ঠীর সরকার-প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মহলের বিশেষজ্ঞ ও পণ্ডিতবর্গ, এবং তথ্যমাধ্যমের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। এপেকের ৩১তম নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি, বৃদ্ধি’। সম্মেলনে উন্মুক্তকরণ, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য জোরদার করা, সমাজের বিভিন্ন বিভাগের অর্থনীতির টেকসই বৃদ্ধি বেগবান করা, বিশ্বের জ্বালানি রূপান্তর ও অর্থনৈতিক কার্যক্রমের ডিকার্বনাইজেশনের গতি বাড়ানো, খাদ্য নিরাপত্তা জোরদার করা, এবং জলবায়ু পরিবর্তন ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলার পুনরুদ্ধার শক্তি প্রতিষ্ঠা করা নিয়ে আলোচনা করা হবে।