জি-২০ স্পিকারদের ১০ম বৈঠকে চীনা প্রতিনিধি দলের যোগদান
নভেম্বর ১০: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান উ ওয়েই হুয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৬ থেকে ৯ নভেম্বর ব্রাজিলে জি-২০ স্পিকারদের ১০ম বৈঠকে যোগ দেন।
সভায় উ ওয়েই হুয়া বলেন, বিশ্ব আজ এক শতাব্দীতে অদেখা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং জি-২০ গ্রুপের সদস্যদের উচিত সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্য ও সহযোগিতা জোরদার করা। প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেছেন যে, পারস্পরিক উপকারী ও সকলের জন্য উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণ এবং ন্যায্য ও যুক্তিসঙ্গত বিশ্ব শাসনের প্রচারে সক্রিয় ভূমিকা পালনের দায়িত্ব ও ক্ষমতা আইন প্রণয়ন সংস্থাগুলোর রয়েছে। চীনের জাতীয় গণকংগ্রেস বিভিন্ন দেশের আইন প্রণয়ন সংস্থাগুলোর সাথে সহযোগিতা জোরদার করে মানবজাতির অভিন্ন কল্যাণের সমজ গড়ে তোলার জন্য একসাথে কাজ করতে ইচ্ছুক।
একই সঙ্গে উ ওয়েই হুয়া ব্রাজিল সফর করেছেন।