লিমায় চীন ও পেরু যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রতিষ্ঠার বাস্তব সহযোগিতা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নভেম্বর ১০: চীন ও পেরু যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রতিষ্ঠার বাস্তব সহযোগিতা বার্ষিক সম্মেলন গত শুক্রবার পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা ‘বেল্ট অ্যান্ড রোড’ কাঠামোতে দু’দেশের সহযোগিতার নতুন সুযোগ এবং ভবিষ্যত উন্নয়ন নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন।
সম্মেলনকালে একাধিক বাস্তব ফলাফল অর্জিত হয়েছে। ‘একসঙ্গে উচ্চ মানের উন্নয়ন প্রচার করা, একসঙ্গে এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা’ শিরোনামে থিংক ট্যাংক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে, ভবিষ্যতমুখী এপেক উন্নয়নের ফলাফল ও চীনের কার্যক্রম বিশ্বকে ব্যাখ্যা করা হয়। চায়না বেল্ট অ্যান্ড রোড ওয়েবসাইটের স্প্যানিশ সংস্করণ চালু হয়েছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ অর্থনৈতিক তথ্য শেয়ারিং ওয়েবসাইটের ল্যাটিন আমেরিকান লিয়াজোঁ অফিস উন্মোচন করা হয়েছে।
বার্ষিক সম্মেলন চলাকালে অংশগ্রহণকারীরা চীন ও ল্যাটিন আমেরিকা যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রতিষ্ঠা বিষয়ক ছবি প্রদর্শনীও দেখেছেন।