বাংলা

সিঙ্গাপুর ও আজারবাইজান সফর করবেন তিং শুয়ে শিয়াং

CMGPublished: 2024-11-09 20:38:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল শুক্রবার বেইজিংয়ে ঘোষণা করেন যে, সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী গ্যান কিম ইয়ংয়ের আমন্ত্রণে চীনের সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী তিং শুয়ে শিয়াং ১০ থেকে ১১ নভেম্বর সিঙ্গাপুর সফর করবেন। তিনি সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী গ্যান কিম ইয়ং-এর সাথে চীন-সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সহযোগিতা কমিটির ২০তম সভা, চীন-সিঙ্গাপুর সুচৌ ইন্ডাস্ট্রিয়াল পার্ক যৌথ সমন্বয় পরিষদের ২৫তম সভা, চীন-সিঙ্গাপুর থিয়ানচিন ইকো-সিটি যৌথ সমন্বয় পরিষদের ১৬তম বৈঠক এবং চীন-সিঙ্গাপুর (ছুংছিং) কৌশলগত সংযোগ প্রদর্শন প্রকল্প যৌথ সমন্বয় পরিষদের অষ্টম সভায় সহ-সভাপতিত্ব করবেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আমন্ত্রণে, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে তিং শুয়ে শিয়াং ১২ থেকে ১৩ নভেম্বর বিশ্ব নেতাদের জলবায়ু অ্যাকশন শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান সফর করবেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn