বাংলা

‘সামরিক সরঞ্জাম সমর্থন প্রবিধান’ জারি করেছেন সি চিন পিং

CMGPublished: 2024-11-09 20:13:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৯: চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি চিন পিং সম্প্রতি একটি আদেশ স্বাক্ষর করে ‘সামরিক সরঞ্জাম সমর্থন প্রবিধান’ জারি করেছেন, যা পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এই প্রবিধান নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা নির্দেশনা হিসেবে তাঁর সেনাবাহিনীকে শক্তিশালী করার ধারণা ও নতুন যুগে সামরিক কৌশল পরিকল্পনা বাস্তবায়ন করে, গণমুক্তি ফৌজের মিশন কার্যকরভাবে পূরণ করতে, সামরিক সরঞ্জাম সমর্থন কাজের বৈজ্ঞানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এটি সামরিক সরঞ্জাম সমর্থন কাজের প্রধান ভিত্তি।

প্রবিধানে ৮টি অধ্যায় ও ৯২টি প্রবন্ধ রয়েছে। এটি নতুন ব্যবস্থায় সামরিক সরঞ্জাম সমর্থন কাজের পদ্ধতি মানসম্পন্ন করেছে, বিভিন্ন বিভাগ ও পর্যায়ের দায়িত্ব স্পষ্ট করেছে, সামরিক সরঞ্জাম সমর্থনের পুরো প্রক্রিয়া সুসম্পন্ন করেছে, এবং এ কাজের উদ্ভাবনী উন্নয়ন ত্বরান্বিত করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn