বাংলা

সপ্তম চায়না এন্টারপ্রাইজ ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত

CMGPublished: 2024-11-09 16:45:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৯: সপ্তম চায়না এন্টারপ্রাইজ ফোরাম ৭ থেকে ৮ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় যোগদানকারী অতিথিরা ‘নতুন মানের উত্পাদন শক্তির বিকাশকে দ্রুততর করা: চীনা উদ্যোগের সংস্কার এবং উদ্ভাবন’ এই থিমকে কেন্দ্র করে গভীর মতবিনিময় করেছেন এবং সহযোগিতার সংযোগ সম্পন্ন করেছেন।

৭ নভেম্বর ফোরামে রাষ্ট্রীয় পরিষদের জাতীয় মালিকানাধীন সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশনের উপ-পরিচালক থান চুও চুন বলেছেন যে, রাষ্ট্রীয় মালিকানাধীন কেন্দ্রীয় উদ্যোগগুলো বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক উদ্ভাবনকে একীভূত করেছে এবং ইতিবাচক ফলাফল অর্জন করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন কেন্দ্রীয় এন্টারপ্রাইজগুলো মূল ফাংশন বাড়ানো এবং মূল প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর উপর ফোকাস করবে এবং বিভিন্ন উদ্যোগের সাথে যোগাযোগ ও পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও গভীর করতে থাকবে।

অল-চায়না ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের ভাইস চেয়ারম্যান ছিউ সিও পিং বলেছেন যে, ব্যক্তিগত উদ্যোগগুলো উদ্ভাবন এবং সৃষ্টির প্রচারে একটি গুরুত্বপূর্ণ শক্তি। অল-চায়না ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স সেতু এবং সহকারীর ভূমিকা পালন করতে থাকবে এবং বেসরকারি অর্থনীতির টেকসই, স্বাস্থ্যকর এবং উচ্চ-মানের উন্নয়নে কাজ করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn