ইতালির প্রেসিডেন্টের সঙ্গে চীনের ফিরিয়ে আনা সাংস্কৃতিক নিদর্শন উপভোগ সি চিন পিংয়ের
নভেম্বর ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা গতকাল (শুক্রবার) রাতে বেইজিংয়ে মহাগণভবনে বিদেশ থেকে ফিরিয়ে আনা সাংস্কৃতিক নিদর্শন উপভোগ করেন।
মাত্তারেলা ইতালির অভ্যন্তরীণ সাংস্কৃতিক নিদর্শনের বাজারে বাজেয়াপ্ত এবং চীনে ফিরিয়ে আনা একটি উল্লেখযোগ্য নিদর্শন মাচিয়াইয়াও মাটির বাসনের সঙ্গে সি চিন পিংয়ে পরিচয় করিয়ে দেন।
এ সময় সি চিন পিং বলেন যে, আমি যখন ২০১৯ সালে ইতালি সফর করি, তখন ইতালি চীনকে অবৈধভাবে পাচার হওয়া ৭৯৬টি চীনা সাংস্কৃতিক নিদর্শন ফেরত দিয়েছিল, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক সহযোগিতার একটি নতুন মাইলফলক খুলে দিয়েছে এবং সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে পুরাকীর্তি ফিরিয়ে আনার জন্য একটি নতুন উদাহরণ স্থাপন করেছে। এবার ইতালি আবারও চীনের ৫৬টি হারিয়ে যাওয়া সাংস্কৃতিক নিদর্শন ফিরিয়ে দিয়েছে। এটি চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তাদের সম্মান প্রদর্শনের প্রমাণ এবং এটি চীন-ইতালি বন্ধুত্বের একটি উজ্জ্বল উদাহরণও বটে।