বাংলা

চুহাই এয়ারশো মাতাতে এসেছে চীনের রেড ফ্যালকন

CMGPublished: 2024-11-06 18:09:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বিমান বাহিনীর রেড ফ্যালকন এয়ার ডেমোনস্ট্রেশন টিম বুধবার আসন্ন ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন বা চায়না এয়ারশোতে স্টান্ট পরিবেশন করার জন্য দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই সিটিতে পৌছেছে।

এয়ারশোটি ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে যেখানে ৪৭টি দেশ ও অঞ্চলের ১০২২টি কোম্পানি অংশ নিবে। রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইতালির কোম্পানিগুলো এই দ্বিবার্ষিক এভিয়েশন ও অ্যারোস্পেস বাণিজ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

এই বছরের এয়ার শোতে, চীনা বিমান বাহিনীর পা ই এরোবেটিক দলের সঙ্গে রেড ফ্যালকন এবং রাশিয়ান বিমান বাহিনীর রাশিয়ান নাইটস এরোবেটিক ডেমোনস্ট্রেশন টিম একসাথে চমৎকার পারফরম্যান্স উপস্থাপন করবে।

২০১১ সালে প্রতিষ্ঠিত, রেড ফ্যালকন এয়ার ফোর্সের এভিয়েশন ইউনিভার্সিটির অসামান্য ফ্লাইট প্রশিক্ষকদের নিয়ে গঠিত।

শান্তা/নাহার

Share this story on

Messenger Pinterest LinkedIn