বাংলা

লি ছিয়াং ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক অনুষ্ঠিত

CMGPublished: 2024-11-06 14:47:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৬: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) বিকেলে শাংহাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, চীন মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আঞ্চলিক দেশগুলোর সামনের সারিতে নেওয়া এবং যৌথভাবে দু’দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়ন করতে চান।

তিনি বলেন দু’পক্ষের উচিত ইস্ট কোস্ট রেল লিংক (ইসিআরএল), “দু’দেশ দু’পার্কের” মতো ফ্ল্যাগশিপ প্রকল্প বেগবান করা, নবোদিত খাতের সহযোগিতামূলক সুপ্তশক্তি অনুসন্ধান করা এবং অব্যাহতভাবে সহযোগিতার নতুন সুযোগ বাড়ানো। চীন ও মালয়েশিয়ার পারস্পরিক সভ্যতা বিনিময় করা, শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করা, ভিসা সুবিধা বেগবান করা, দু’দেশের জনগণ, বিশেষ করে- যুবকদের নিয়মিত যোগাযোগে উত্সাহিত করা এবং পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়াতে উত্সাহ দেওয়া হয়। এ ছাড়া, মালয়েশিয়ার সঙ্গে চীন-আসিয়ানসহ বিভিন্ন বহুপাক্ষিক কাঠামোতে সমন্বয় জোরদার করে, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ বেগবান করা, আসিয়ানের কেন্দ্রীয় অবস্থান রক্ষা করা এবং এশিয়ার শান্তি ও উন্নয়ন রক্ষায় আগ্রহ প্রকাশ করেন চীনা প্রধানমন্ত্রী।

জনাব আনোয়ার বলেন, দেশটি চীনের সঙ্গে পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে উচ্চ পর্যায়ের যোগাযোগ জোরদার করতে, ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা গভীরতর করতে, বাণিজ্য, বিনিয়োগ, টেলিযোগাযোগ, ডিজিটাল অর্থনীতি ও শিক্ষাসহ বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করতে এবং সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ করতে চান। পাশাপাশি, আগামী বছর আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ হিসেবে দায়িত্ব পালনের সুযোগে চীনের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ঘনিষ্ঠ করতে চায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn