বাংলা

রাশিয়ায় ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করবেন সি

CMGPublished: 2024-10-18 18:27:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৮: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আগামী ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাশিয়ার কাজানে অনুষ্ঠেয়, ব্রিক্সভুক্ত দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দের ১৬তম সম্মেলনে অংশগ্রহণ করবেন। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে ‘বড় ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতাকে’ এগিয়ে নেওয়া এবং ‘বৈশ্বিক দক্ষিণ’ ইউনিট চালু করতে চীন ইচ্ছুক, যাতে যৌথভাবে বিশ্বের শান্তি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

মাও বলেন, চলতি বছর ‘বড় ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতার’ সূচনার বছর। এবারের বৈঠক হবে ব্রিক্সভুক্ত দেশগুলোর সংখ্যা বৃদ্ধির পর প্রথম শীর্ষসম্মেলন। তাই, আন্তর্জাতিক সমাজের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করবে এটি।

মুখপাত্র জানান, প্রেসিডেন্ট সি চিন পিং অংশগ্রহণকারী শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে ছোট ও বড় পরিসরে বসবেন। তিনি, বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, ব্রিক্স সহযোগিতা, ব্রিক্স ব্যবস্থার উন্নয়ন, এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn